সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন ও পুরান বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ করা হয়।
বুধবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল ও ৯ ইঞ্চির নিচের পোনামাছ বিক্রির দায়ে দোকানদার ও কয়েকজন মাছ বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় সোয়া দুই কেজি কারেন্টজাল ও প্রায় ৪৪ কেজি পোনামাছ। পরে জব্দ করা কারেন্টজাল পুড়িয়ে ফেলা হয় এবং পোনামাছ দু’টি এতিমখানাতে বিলি করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারায় উপজেলার পুরান বাজারে নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল বিক্রির দায়ে জাহেদ স্টোরের মালিক মোজাহিদ আলীকে ৫ হাজার টাকা, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় দেশীয় প্রজাতির ৯ ইঞ্চির নিচের কালি বাউস, ঘনিয়া, মৃগেল ইত্যাদি পোনামাছ বিক্রির দায়ে নতুন বাজারের মাছ বিক্রেতা জমশিদ আলীকে ৩ হাজার, সেলিম উদ্দিনকে ১ হাজার ও পুরান বাজারের মাছ বিক্রেতা সুনু মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সত্যতা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা বলেন, এ রকম অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন