সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুটবল খেলায় ফাউল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দু’টি স্কুলের ছাত্রদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস জানান, পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চিথুলিয়া রাবেয়া নজিবর উচ্চ বিদ্যালয় টিমের মধ্যে খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দু-পক্ষের দুই খেলোয়ারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কিলঘুষি ও মারপিট শুরু হয়। এসময় উভয় স্কুলের শিক্ষার্থীরা দৌড়ে মাঠে প্রবেশ করে একপক্ষ আরেক পক্ষের উপর হামলা-মারপিট শুরু করে। পরে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের কারণে দু’টি স্কুলকেই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, শাহজাদপুর ৫৮টি স্কুল, মাদ্রসা ও কারিগরি বিদ্যালয়ের ৩২টি বালক দল ও ১৬টি বালিকা দল খেলায় অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন