বরিশালের আগৈলঝাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় নিখিল মন্ডল (২৫) নামে এক বখাটেকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে নিখিলকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মওদুদ আহমেদ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নিখিল উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নলিনী মন্ডলের ছেলে।
আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ফরিদপুর নার্সিং ইনিষ্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর নামে ভুয়া আইডি খোলে নিখিল। এরপর ওই আইডিতে ছাত্রী এবং তার পরিবার সম্পর্কে অব্যাহতভাবে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করে।
ছাত্রীর পরিবার থেকে বিষয়টি বখাটের পরিবারকে জানালেও তারা কোন ব্যবস্থা না নিয়ে বরং ছাত্রীর পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসকেও অবহিত করা হয়।
এরপরও বখাটে নিখিল তার কর্মকান্ড চালিয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে নিখিল মন্ডলকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত নিখিলকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার