শ্রীলঙ্কান বিদ্যুৎ, জ্বালানি ও ব্যবসা উন্নয়ন মন্ত্রী রবি করুণা নায়েকসহ ৫ সদস্যের একটি দল কুমিল্লায় বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগায় শ্রীলঙ্কার বিদ্যুৎ, জ্বালানি ও ব্যবসা উন্নয়ন মন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পরে নগরীর জাঙ্গালিয়া এলাকায় লাকধানাভি বাংলা পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন শ্রীলঙ্কার এই মন্ত্রী। পরে মন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং প্রকল্পটির খোঁজ নেন। এর আগে মন্ত্রী ফেনীতে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে এ বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক ভিত্তিতে যাত্রা শুরু করে। পরে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন