নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৫ বছরের এক অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১ নং সেক্টরের ভোলানাথপুর এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১ নং সেক্টরের ভোলানাথপুর এলাকার কাশফুলের একটি ঝোপে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারনা বুধবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই তরুণীকে জবাই করে হত্যার পর লাশ কাশফুলের একটি ঝোপে ফেলে রেখে গেছে। এখনো অজ্ঞাত তরুণীর নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন