কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নুর মোহাম্মদ (৪৫) নামে একজন জেলে নিখোঁজ রয়েছেন। সে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার মৃত আবদুল মতলবের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শাহপরীর দ্বীপ জেটিতে বরশি নিয়ে মাছ শিকাররত অবস্থায় সে নাফনদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৯ নং ওযার্ডের ইউপি সদস্য ফজলুল হক।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শাহপরীর দ্বীপ জেটিতে কয়েকজন বরশি দিয়ে মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ করে নুর মোহাম্মদ নাফনদীতে পড়ে যান। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
সাবরাং ইউনিয়নের ৯ নং ওযার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, বিষয়টি স্থানীয় পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন