কাজের পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম ইয়ার হোসেন (৫৫)। মৃত ইয়ার হোসেন আরজি সাহাপুর-তারাগনা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ