কামার, কুমার, তাঁতী, জেলে, নাপিত ও মুচিসহ নিম্ন আয়ের মানুষদের জীবনমান উন্নয়নে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করছে। এদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে অধিক আয় উপার্জনের মাধ্যমে উন্নত জীবনযাপনের জন্য যোগ্য করে তোলা হচ্ছে।
ময়মনসিংহের ফুলপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকালে ফুলপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সবাই যাতে সুন্দর সাবলীল জীবনযাপন করতে পারে, দারিদ্রতা যাতে দেশ থেকে বিদায় নেয় সেই লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ওসি ইমারত হোসেন গাজী, ময়মনসিংহ জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, সহকারি পরিচালক আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, হালুয়াঘাট সমাজসেবা অফিসার আব্দুর রহমান প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন তারাকান্দা উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা নাসরিন। সবশেষে ফুলপুর টু ঢাকা বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস, উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ও তারাকান্দা উপজেলায় পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/কালাম