‘মাদকমুক্ত সমাজ মানে অপরাধমুক্ত সমাজ’ এই পতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে মাগুরায় ৩৫০টি বাইসাইকেল র্যালি ও সমাবেশ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শহরের নোমানী ময়দানে বেলুন উড়িয়ে মাদকবিরোধী ৩৫০টি বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বাইসাইকেল র্যালিতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। র্যালিটি নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসেই শেষ হয়।
এর আগে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা রুস্তম আলী।
সেখানে জেলা প্রশাসক মো. আলী আকবর মাগুরা জেলাকে অচিরেই মাদকমুক্ত ঘোষণা করা হবে মর্মে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
বিডি প্রতিদিন/কালাম