ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রেলওয়ে জংশন ইয়ার্ডের সমানে এ ঘটনা ঘটে।
জোসনা বেগম রেলস্টেশন বস্তি এলাকার শামীম মিয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস আখাউড়া রেল ষ্টেশন এলাকা অতিক্রম করছিল। এসময় জোসনা বেগম রেল লাইন পারাপারের সময় ট্রেনের নিচে পড়ে দ্বি-খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/হিমেল