সিরাজগঞ্জের কামারখন্দে একদিনে একই গ্রামের তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোরীরা হলেন উপজেলার কোনাবাড়ী গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইসহাক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া মারিয়া খাতুন (১৪), একই গ্রামের তাহেরীর মেয়ে মীম খাতুন (১৪) এবং আব্দুল হালিমের মেয়ে আকলিমা খাতুন (১৫)।
আজ শুক্রবার দুপুরে এসব বিয়ে বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, কোনাবাড়ী গ্রামে বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দিবেন না বলে নাবালিকা ওই তিন কিশোরীর অবিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক