নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডাকাতদের ছুরিকাঘাতে ট্রলার চালক রাশেদ নিহত হওয়ার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১১টার দিকে শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাট জেটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।
এসময় বক্তারা দ্রুত ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এছাড়া সারাদেশে নদীপথে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা। শীতলক্ষ্যার সার্বক্ষনিক নৌ পুলিশের টহল ব্যবস্থারও দাবি জানান বক্তারা। বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সরদার আলমগীর মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতা জাকির হোসেন চুন্নু মাস্টার, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কমিটির সহ-সভাপতি নাননু মিয়া, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, সারুলিয়া শাখার সভাপতি শামীম আহমেদ, শীতলক্ষ্যা নদীবন্দর শাখার সভাপতি জালাল আহম্মেদ, সাধারণ সম্পাদক পান্না মিয়া, কাওতাইল শাখার নেতা নিজামউদ্দিন ও তালেব মাস্টার প্রমুখ
বিডি-প্রতিদিন/শফিক