নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অনন্ত কুমার রায় (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত অনন্ত পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা পলাশবাড়ি এলাকার অনিল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোরে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় সে। দু’বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ডান পা ভেঙে যায় তার। এখোনো পায়ে রড লাগানো রয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত ছিল অনন্ত। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।
বিডি-প্রতিদিন/শফিক