কাশ্মীরে মুসলমানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে গাজীপুরে মুসল্লিরা বিক্ষোভ করেছেন। শুক্রবার দুপুরে গাজীপুরের সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তাওহিদি জনতার ব্যানারে সহস্রাধিক মুসল্লি এ কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুফতি আতাউর রহমান, মাওলানা হাবিবুর রহামান মিয়াজী, মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মুফতি জুলফিকার হায়াদার ও মাওলানা গোলাম মাওলা প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক