দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগ ও মামলা প্রত্যাহারের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মামলা প্রত্যাহার ও নিয়োগের দাবিতে ফুলবাড়ী নিমতলা মোড় হতে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষে হয়। এসময় শ্রমিকরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের জন্য ১৫৪ শ্রমিককে নিয়োগ দেওয়ার কথা ছিল। প্রথম ধাপে ২০ জন শ্রমিক নিয়োগ দেওয়ার কথা থাকলেও ওই দিন কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তা স্থগিত করে দেয়। এতে শ্রমিকরা আন্দোলন করলে একদল মুখোশধারী যুবক বিক্ষোভকারী শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন শ্রমিক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে ওই হামলাকারীরা মামলা দায়ের করেন।
মিছিল শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলমসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন