সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহ'র পাশের ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার হয়।
শ্যামনগর থানার অফসিার ইনর্চাজ জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহ'র পাশে স্থানীয় কৃষকরা জমিতে ধান ক্ষেতে ধান রোপনের সময় ওই যুবতীর মরদেহ দেখতে পান। এসময় তারা স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজীকে অবহিত করেন। পরে ইউপি সদস্য শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তবে ধর্ষণের পর এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের গলায় রশি পেঁচানো কালো দাগ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল