নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানি বাজারে আট বছরের শিশু এমরান হোসেন হত্যা মামলায় রনি নামে আরো এক আসামীকে বৃহস্পতিবার রাতে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ। চার আসামির মধ্যে প্রথমে ওয়াসিম আকরাম নামে একজনকে গ্রেফতার করা হয়। এমরান হত্যায় জড়িত চার জনের মধ্যে এ নিয়ে দু’জনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃত রনি ওয়াসিমের পুরনো বাড়ি (বরন্দাজ বাড়ি) এর মানিক ড্রাইভারের ছেলে। সে ও পিকআপের ড্রাইভার।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা নূরে আলম জানান, বৃহস্পতিবার রাতে মানিক ড্রাইভারের ছেলে রনিকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এমরান হত্যা মামলায় চার আসামির মধ্যে ২ জনকে গ্রেফতার করা হলো। বাকি ২ জনকে ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, বেগমগঞ্জের ছয়ানী ইউপির শরীফপুর গ্রামের সামছুল হকের ছেলে এমরান গত ২২ আগস্ট দুপুুর থেকে নিখোঁজ ছিল। ২৩ আগস্ট তার বাবা বেগমগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালিয়ে ২৫ আগস্ট রাতে ছয়ানী বাজারের সহিদের পরিত্যক্ত একচালা টিনের দোকান ঘরের ভেতরে একটি প্লাস্টিকের মাছের ঝুড়ির মধ্য থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় এমরানের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ