বাংলাদেশ প্রতিদিনের খবরে বয়স্কভাতার জন্য ভিক্ষুক রফিকুলের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ‘পঙ্গু স্ত্রীকে নিয়ে ভিক্ষা করেন রফিকুল, মিলছে না বয়স্কভাতা’ শিরোনামে শনিবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন পোর্টালে একটি নিউজ প্রকাশিত হলে নিউজটি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপেজলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খানের নজরে পড়ে।
পরে তারা সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক দম্পতিকে অফিসে দেখা করতে বলেন। এরপর আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সাথে দেখা করলে বয়স্কভাতার জন্য রফিকুলের নাম তালিকাভুক্ত করা হয়। এছাড়া রফিকুলের পঙ্গু স্ত্রী শাফিয়া খাতুনের হুইল চেয়ারটি ভেঙে যাওয়ায় তাকে একটি হুইল চেয়ার দেওয়ারও আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য, ভিক্ষুক রফিকুলের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া কুল বাঁশাটী গ্রামে। পঙ্গু স্ত্রী ও প্রতিবন্ধী পালক কন্যাকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
বিডি প্রতিদিন/হিমেল