‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে মাগুরা কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তরুন্নাহার। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক রওশন আলী, কাজী মাহাবুবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা