বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দান থেকে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ অভিমুখে যাত্রা করে।
পথিমধ্যে পুলিশ বিক্ষোভরত শিক্ষার্থীদের বিপরীতমুখী করে দেয়। পরে তারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থী আদনান হোসেন উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী রিদওয়ান, নুসরাত পিউ, শেখ শরীফুল ইসলাম, সানিউর রহমান, সাদ্দাম হোসেন ভূইয়া, নওরীন রিমু প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আলোকিত ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্য মোদের মানব সেবা, ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংক, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া, আলোর সিঁড়ি সেবা সংগঠন, সোনালী সকাল, কওমী ব্লাড ব্যাংক’র সংগঠনগুলোর উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ