লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা সীমান্তে দিয়ে ৫৭০ কেজি ভারতীয় চা আনার সময় ৪ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে ভোর ৬ টার দিকে উপজেলার দহগ্রামের তিনবিঘা করিডোর সীমান্ত থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, আব্দুল রফিকের ছেলে ইউসুফ আলী (২৮), ফয়েজ আলীর ছেলে আজগর আলী (২৬), নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৪), মৃত: হেলাল উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়া (২৩), এরা সবাই উপজেলার দহগ্রাম ইউনিয়নের পানবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান মিজান জানান, বিকেলে আটককৃত ৪ জনকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন