১৪ অক্টোবর, ২০১৯ ২০:২২

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড

কুমিল্লার চান্দিনায় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাবাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বাবা আলী আশ্রাফকে মোবাইল কোর্টের মাধ্যমে এই কারাদণ্ড দেন। আলী আশ্রাফ উপজেলার গল্লাই ইউনিয়নের পাচধারা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ জানান, ১৩ অক্টোবর সকালে ওই বাল্যবিয়ের ব্যাপারে জানতে পেরে  গল্লাই ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের মাধ্যমে কনের বাবা আলী আশ্রাফকে নিষেধ করা হয়েছিল। নিষেধ করা সত্ত্বেও আশ্রাফ তার মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়।  

পরবর্তীতে জানতে পেরে সোমবার সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম এবং পুলিশ পাঠিয়ে তাকে ধরে এনেছি। আলী আশ্রাফ নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেয়ায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাল্য বিয়ের ব্যাপারে চান্দিনার কোথায়ও কাউকে কোন ছাড় দেয়া হবে না।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর