দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের তিনদিন পর করতোয়া নদী থেকে জামিরুল ইসলাম নামে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শিশু জামিরুল ইসলামের (১২) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির গোবিন্দপুর গ্রামের আকবর আলীর ছেলে।
সোমবার ঘোড়াঘাট ত্রিমোহনী দক্ষিণ পার্শ্বে সোনাহার পাড়ার করতোয়া নদীর ন্যাংড়া ঘাট এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটি গত শনিবার থেকে নিখোঁজ ছিল।
সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের প্রতিবন্ধী শিশু জামিরুল ইসলাম শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায় না। পরে রবিবার তার খোঁজে মাইকিং করার পরেও পাওয়া যায়নি। সোমবার সোনাহার পাড়ার করতোয়া নদীর ন্যাংড়া ঘাট এলাকায় করতোয়া নদীতে ওই শিশুর লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন শিশুর পরিবারকে সংবাদ দিলে শিশুটির লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বিডি প্রতিদিন/হিমেল