১৪ অক্টোবর, ২০১৯ ২২:৪৪

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

মাহফুজ আলম লিটন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজ আলম লিটন ঘোড়া প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। 

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী লিটন ৩৭ হাজার ৪৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. হানিফ মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৪০ ভোট, বিএনপি’র গোলাম ওয়াহিদ হারুন (ধানের শীষ) ২ হাজার ১৪৩ ভোট এবং আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মুনসুর আহমেদ (নৌকা) পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট। 

বিজয়ী মাহফুজল আলম আন্ধারমানিক ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এবং তিনি মোট প্রদত্ত ভোটের ৯০ ভাগের বেশী পেয়েছেন। মোট ২ লাখ ১৮ হাজার ৬১৬ জন ভোটারের মধ্যে ৪৫ হাজার ৭৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এর আগে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন রহমান বিনতে রোমানা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর