১৪ অক্টোবর, ২০১৯ ২২:৫৩

গোয়ালন্দে আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক

গোয়ালন্দে আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে সংঘর্ষ, নিহত ১

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রেজাউল করিম ওরফে আবু ডাক্তার নামে এক আওয়ামী লীগের সমর্থক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম দেবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, বিকাল থেকে সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সম্মেলনের শেষ পর্যায় সভাপতি-সম্পাদক নির্বাচনে ভোট নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দৌলতদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও সাবেক চেয়ারম্যান আতর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান হাফিজুল ইসলাম গ্রুপের কর্মী রেজাউল করিম ওরফে আবু ডাক্তার মারাত্মক আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। 

সংঘর্ষের কারণে ওয়ার্ড কমিটি গঠন পণ্ড হয়ে যায়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর