পূর্ব সুন্দরবনের ভোলা নদীতে নিখোঁজ সেই ট্রলার মালিক মানোয়ার হাওলাদারের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে গুলিশাখালী ও আমরবুনিয়া ফরেষ্ট ক্যাম্পের মাঝামাঝি কাকরার সিলা এলাকায় খালে আভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
বাগেরহটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মোনাফছের হাওলাদারের ছেলে মনোয়ার হাওলাদার (৪৫) রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ট্রলার চালিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। আজ তার স্বজেনরা ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেন।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ভোলা নদীতে নিখোঁজ মনোয়ারের লাশ পাওয়া গেছে। তার মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. রিয়জুল ইসলাম ও থানার ওসি ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ