১৫ অক্টোবর, ২০১৯ ১৩:৪৫

নওগাঁর ইসবপুর ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগের বাদল বিজয়ী

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর ইসবপুর ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগের বাদল বিজয়ী

ইমরুল কায়েশ বাদল

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরুল কায়েশ বাদল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৯৮ ভোট।

ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নি অফিসার সাজ্জাদ হোসেন জানান, ইসবপুর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত একাটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাতে ভোট গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ইমরুল কায়েশ বাদল ৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপি সমর্থিত মোটরসাইকেল প্রতিক নিয়ে এসএম জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ৪ হাজার ৮৯৭ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ১ হাজার ১২২ ভোট। 

এ সময় নির্বাচন ফলাফল ঘোষণা কাজে উপজেলা প্রকৌশলী আলী হোসেন, হিসাবরক্ষণ অফিসার রিপন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন রির্টার্ণিং কর্মকর্তাকে সহযোগিতা করেন।

ইসবপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার ১৭ হাজার ৩১৯ জন। ভোট কেন্দ্র ৯টি। ইসবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোট ৪জন চেয়ারম্যান প্রার্থী। একমাত্র দলীয় নৌকা প্রতিক পেয়েছিলেন ইমরুল কায়েস বাদল। এছাড়া একজন বিএনপির সমর্থিত ও বাকি ২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ওয়াদুদ সামা গত ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। গত ৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন ইসবপুর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর