১৫ অক্টোবর, ২০১৯ ১৪:৪৫

মানুষ একজন, ডেথ সার্টিফিকেট ২টা!

অনলাইন ডেস্ক

মানুষ একজন, ডেথ সার্টিফিকেট ২টা!

ব্যক্তি একজন, কিন্তু ডেথ সার্টিফিকেটে মৃত্যুর দুই রকম কারণ ব্যাখ্যা করা হয়েছে। একটাতে বলা হয়েছে, মাহবুবুর রহমান নামের ওই ব্যক্তির আঘাতে মৃত্যু হয়েছে, অন্যটাতে বলা হয়েছে তার মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। নারায়ণগঞ্জের সনমান্দি ইউনিয়নে ঘটেছে এ ঘটনা।

এলাকাবাসী জানায়, রাস্তা করা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গত ৩১ ডিসেম্বর আহত হন মাহবুব। তার পরিবারের দাবি, এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি। ৮ মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেলে মারা যায় সে।

অন্যদিকে আসামিপক্ষ বলছেন, সে সময় আহত হলেও ২৩ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, ঢাকা মেডিকেল কলেজের প্রতিবেদেনটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আমলে নিয়েছে আদালত। সূত্র: সময় টিভি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর