১৫ অক্টোবর, ২০১৯ ১৫:০০

মাগুরায় বৈঠাখালিতে শতবর্ষী কবিগানের আসর

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বৈঠাখালিতে শতবর্ষী কবিগানের আসর

মাগুরা শ্রীপুর উপজেলার বৈঠাখালি গ্রামে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী  কবি গানের আসর। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ আসর। যেখানে অংশ নেন বাগেরহাট জেলার রামপালের কবিয়াল শ্যামল সরকার ও নিশ্চিত সরকার কবি। কবিগান উপভোগ করতে বৈঠাখালীসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ উপস্থিত হন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা।

হারমনিয়াম, ঢোল, বাঁশি ও বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মনোমুগ্ধকর হয়ে ওঠে আসর। দূর-দূরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা এ গানের আসর উপভোগ করেন।

অনুষ্ঠানে আসা মধুপুর গ্রামের বিশ্বজিত পাল জানান, প্রতি বছর বাংলা পহেলা কার্ত্তিকে স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে এ গানের আয়োজন করে থাকেন। এটি এলাকার শতবর্ষী একটি ঐতিহ্য।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর