ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারী আর কে হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী উমামা তাসনিমকে গলা টিপে হত্যার অভিযোগে তার সৎ মার ফাঁসি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে উপজেলা তাঁতী লীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মানবাধীকার সংগঠক শরিফুল ইসলাম বিপ্লব, তাঁতী লীগ নেতা বিপ্লব, প্রিন্স, কাজী শফিকুল ইসলাম, ক্রিড়া সংগঠক নাজিম উদ্দিন আহমেদ, পল্লী চিকিৎসক সংগঠনের নেতা হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত শনিবার স্কুল ছাত্রী উমামা তাসনিমের লাশ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও পুলিশ সেটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে। পরে নিহতের মামা ড. রেজাউল হক বাদী হয়ে বাবা ও সৎ মাসহ ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সৎ মা দিলরুবা বিউটি শ্বাসরোধ করে উমামাকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব