১৫ অক্টোবর, ২০১৯ ১৬:১৯

ধনবাড়ীতে তথ্য আপার সেবা বিষয়ক উঠান বৈঠক

টাঙ্গাইল প্রতিনিধি

ধনবাড়ীতে তথ্য আপার সেবা বিষয়ক উঠান বৈঠক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ধনবাড়ীতে তথ্য আপার সেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে তথ্য সেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মীর সঞ্চালায় উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম, মুশুদ্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফটু, ইউপি সদস্য আল-আমিন, ইউপি সচিব আ. কদ্দুস, তথ্য সহকারী রেশমা আক্তার ও ফিরোজা বেগম, সেবা গ্রহিতা লাবণী আক্তার কণা, রিনা খাতুন প্রমূখ।

বৈঠকে বক্তরা মহিলাদে বাল্য বিবাহ, স্বাস্থ্য সেবা, সন্ত্রাস, মাদক, তথ্য প্রযুক্তি সেবা, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর