লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাফুজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের মুন্সিবাড়ির সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মাফুজার স্বামী মৃত বাহার উল্যাহ যশোর থানা থেকে পুলিশ কনস্টেবল পদে অবসর প্রাপ্ত হন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।
রায়পুর থানার ওসি মো. তোতা মিয়া জানান, একটি সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। যে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশটি ময়না তদন্তের জন্য ললক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক