ব্রাহ্মণবাড়িয়া কারা হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, হাজতীর মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক। নিহতের নাম আনোয়ার হোসেন (৫২), তার বাড়ি কসবা উপজেলার ধজনগর গ্রামে।
বৃহস্পতিবার ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া। এ সময় সে ডান্ডা বেড়ি পরা অবস্থায় ছিল। হাসপাতালে আনার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তপক্ষ বলেন, সে স্বাভাবিক ভাবে মৃতুবরণ করেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রকিতদিন/শফিক