ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার সোহাগপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাচ্চু মিয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল বারিক মিয়ার ছেলে। তিনি সোহাগপুর বাসস্ট্যান্ডে একটি বেকারির শ্রমিক ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, আশুগঞ্জ থেকে সাইকেলে সোহাগপুরে কর্মস্থলে যাচ্ছিলেন সাচ্চু। পথিমধ্যে সিলেটগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক