লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে মাছ শিকারের দায়ে ৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রায়পুর উপজেলার মেঘনা নদীর পুরান বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে মো. জয়নাল (১৯), আব্বাস ঢালী (৩২), মো. খলিল খাঁ (৪৪), মো. আবুল হোসেন (২৫), মো. ইসমাইল হোসেন (২০) ও মো. শাহজাহান (৩৫) ।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক বছরের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী তাদের কারাদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল মালেক।
বিডি-প্রতিদিন/শফিক