কক্সবাজারের উখিয়ায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহজিয়া রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে উখিয়া থানার আওতাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানী এলাকার বড়খাল ব্রিজের পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মো. কামাল উদ্দিন (২৮) নামের একজন ইয়াবা কারবারিকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি জানায়, ইয়াবা গুলো বিক্রির জন্য এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল। আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক