চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বহরম গ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার ২২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কোকাপাড়া বহরম গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৩৫) ও পুরানটোলা গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে সজীব আলী (১৯)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেট, ৪টি সীমকার্ড ও নগদ ৫০০টাকা জব্দ করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ