জাতীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই বলেছেন, যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে প্রজন্মলীগ সক্রিয় রয়েছে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান বক্তা হিসেবে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডঃ আসাদুজ্জামান দূর্জয় বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাইব্রিড নেতার কোন স্থান নেই। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্যদের একবিন্দু রক্ত থাকতে কোন অপশক্তি এদেশের ক্ষতি করতে দেব না।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দিনাজপুর শাখার সভাপতি মোঃ ফরহাদ আলী’র সভাপতিত্বে স্বাগত রাখেন সিনিয়র সহ-সভাপতি রাজু কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিসেস উর্মি জামান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন হালদার, মুনির হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি ইসমাইল হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মন্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ