বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় কালাবদর ও তেতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর ব্যানারে ওই এলাকায় কয়েক শ’ মানুষ বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন।
শ্রীপুর ইউনিয়ন নদী ভাঙন রক্ষা কমিটির সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আল-আমিন, নজরুল ইসলাম, নাজমুল সামি, তানভীর হোসেন, আমজাদ হোসেন রনি এবং ইউপি সদস্য মো. পলাশ।
মানববন্ধন শেষে একই দাবীতে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন নদী ভাঙন রক্ষা কমিটির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন