১৭ অক্টোবর, ২০১৯ ১৯:২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সম্মেলন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কংগ্রেসকে সামনে রেখে বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার মির্জাপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ও ভূপেষ চৌধরী গনগ্রন্থাগার চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পার্টির সম্পাদক এডভোকেট কাজী মাসুদ আহমেদ। 

উপজেলার সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি এডভোকেট মোঃ নাসির মিয়া। সম্মেলনে বক্তারা সামাজিক নায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা আহবান জানান। 

বক্তারা আরো বলেন, বর্তমান বাংলাদেশে উন্নয়ন হয়েছে তাতে কোন সন্দেহ নেই। এর পাশাপাশি আমাদের দেশের সম্পদ মুষ্ঠিমেয় লোকের কাছে কেন্দ্রীভূত হয়েছে। যার ফলে উন্নয়নের পাশাপাশি ব্যাপক বৈষম্যের সৃষ্টি হচ্ছে। গ্রাম এবং শহরের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বক্তারা উদ্বেগের সাথে বলেন, স্বাধীন মত প্রকাশের জন্য পিটুনীতে হত্যা গনতন্ত্রের জন্য ভয়ংকর। 
বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের লড়াইয়ে ওয়ার্কার্স পার্টির কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প শক্তি হিসেবে ওয়ার্কার্স পার্টিকে গড়ে তুলতে হবে। 

 

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর