১৭ অক্টোবর, ২০১৯ ১৯:৩০

নেত্রকোনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

খুন-সন্ত্রাস, দুর্নীতি ও দূর্বৃত্তায়নের বিরুদ্ধে নেত্রকোনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে নেত্রকোনা উদীচী শিল্পীগোষ্ঠী। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় শহরের ছোটবাজারস্থ স্থানীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নেত্রকোনা জেলা উদীচীর উদ্যোগে  সংগঠনের শিল্পীবৃন্দ প্রতিবাদী গান পরিবেশন করেন। পাশাপাশি সমাবেশে অংশ নেয়া সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গানের ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সমাজে চুপ করে থাকা ভালো মানুষদের বালিশ দুর্নীতিসহ বিভৎস খুনের বিপক্ষে প্রতিবাদে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা বলেন, যারা অপরাধ দেখেও প্রতিবাদ না করে চুপ করে থাকেন তারাও দুর্নীতিবাজ।  

সমাবেশে বক্তব্য রাখেন কামরুজ্জামান চৌধুরী, স্বপন পাল, মোস্তাফিজুর রহমান খান, কোহিনুর বেগম, আলপনা বেগম, অসীত ঘোষ, সাইফুল্লাহ ইমরান, মোঃ আলমগীর প্রমুখ।              

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর