১৭ অক্টোবর, ২০১৯ ২০:৫৭

ফতুল্লায় ১১ মণ মা ইলিশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় ১১ মণ মা ইলিশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রায় ১১ মণ মা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে ওই অভিযান চলে। 

অভিযানে লিটন ঢালী নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন ঢালী মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ি এলাকার মৃত যমর উদ্দিন ঢালীর ছেলে। জব্দ করা মাছের বাজার মূল্য ২০ লাখ টাকা। 

পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ৯ থেকে ৩০ অক্টোবরে মা ইলিশ ধরা নিষিদ্ধ। সরকারি ভাবে নিষিদ্ধ থাকা সত্বেও অসাধু ব্যবসায়ীরা জেলেদের নিয়ে নদী হতে মা ইলিশ ধরছে। আর সেই মাছ বিভিন্ন ব্যবসায়ী ক্রয় করে বাজারজাত করছে। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে পুলিশ ট্রলার আটক করে। ট্রলারে থাকা ২২ কাটুন ভর্তি মা ইলিশ জব্দ করা হয়
জব্ধ করা মাছ গরীব মানুষ ও এতিমখানাতে দিয়ে দেওয়া হয়।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর