১৭ অক্টোবর, ২০১৯ ২১:০৭

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পরে মাঝি নিখোঁজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পরে মাঝি নিখোঁজ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে মুহাম্মদ আলী (৪০) নামে এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মুড়াপাড়া ফেরিঘাটের খেয়াঘাটে নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজ মুহাম্মদ আলী উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকার আইয়ুব আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহাম্মদ আলী দীর্ঘদিন ধরে রূপগঞ্জ-মুড়াপাড়া রূপগঞ্জ খেয়াঘাটে নৌকা মাঝি হিসেবে কাজ করে আসছিল। মুহাম্মদ আলী মৃগি রোগে আক্রান্ত ছিল। প্রতিদিনের ন্যায় মুহাম্মদ আলী বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খেয়াঘাটে আসেন। ফেরিঘাটের মুড়াপাড়া খেয়াঘাটের নদীর তীরে নৌকায় বসে থাকাকালীন মুহাম্মদ আলী মৃগি রোগে আক্রান্ত হয়ে  নদীতে পড়ে নিচে তলিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একদল ডুবুরী এসে দুপুর ১২ টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের পরিচালক ইব্রাহিম আকন্দ জানান, দুপুর ১২ টার থেকে ডুবুরী দল উদ্ধার করতে উদ্ধার কাজ চালাচ্ছে। শীতলক্ষ্যা নদীতে পানির প্রচুর শ্রোত। এ শ্রোতের কারণে মুহাম্মদ আলী অন্যকোন দিকে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর