১৮ অক্টোবর, ২০১৯ ১১:৪৯

মা ইলিশ রক্ষায় পিরোজপুরের বিভিন্ন নদীতে যৌথ অভিযান

পিরোজপুর প্রতিনিধি

মা ইলিশ রক্ষায় পিরোজপুরের বিভিন্ন নদীতে যৌথ অভিযান

নদীতে মা ইলিশ রক্ষায় যৌথভাবে অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন ও মৎস বিভাগ।

বৃহস্পতিবার রাতভর পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. নূরুল ইসলাম বাদল, জেলা মৎস কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেয়। 

এ সময় নদী থেকে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেগুলো কুমিরমরা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জাল থেকে প্রাপ্ত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এ নিষেধাজ্ঞা যাতে যথাযথভাবে পালন করা হয় এজন্য মৎস বিভাগের পাশাপাশি পুলিশ প্রশাসনও সচেষ্ট ভূমিকায় রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর