দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার শেখ রাসেল’র জন্মবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পরে শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
এর আগে শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাজিউর রহমান, দিনাজপুর সরকারি কলেজে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন