১৮ অক্টোবর, ২০১৯ ২০:৫৩

করতোয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ভীড়

আবদুর রহমান টুলু, বগুড়া

করতোয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ভীড়

হাজার নারী-পুরুষের আনন্দ উপভোগের মধ্য দিয়ে বগুড়ায় শেষ হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার দুপুরে বগুড়া শহরের করতোয়া নদীর এসপি ঘাট লেন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বেজোড়া ব্রিজ পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বিভিন্ন রংয়ের গেঞ্জি পড়ে ঢোল বাজিয়ে বাদ্যের তালে তালে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা বিশাল আকৃতির ছয়টি বাইচ নৌকা।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বেজোড়া যুব উন্নয়ন সংঘের সহযোগিতায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু, সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। 

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, আরিফুর রহমান মন্ডল, মোকবুল হোসেন, আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রতিযোগিতার বিচারকবৃন্দ আব্দুল মান্নান, গোপাল চন্দ্র, আনোয়ার হোসেন শফিক মামুন সহ পুলিশ সদস্য, সাংস্কৃতিক কর্মী, বেজোড়া যুব উন্নয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
করতোয়া নদীর এসপি ঘাট থেকে বেজোড়া ঘাট পর্যন্ত নদীর দু’ধারে ১০ সহস্রাধিক মানুষ নৌকা বাইচ উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে প্রথমস্থান অর্জনকারি আল্লাহ ভরসা নৌকা দল, দ্বিতীয় নৌরাজ নৌকা দল এবং তৃতীয় আমিনুল ওরফে আমিন হক নৌকা দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর