১৮ অক্টোবর, ২০১৯ ২০:৫৪

বাগেরহটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

প্রতীকী ছবি

বাগেরহাট হযরত খানজাহান আলী (র:) মাজারের ভিতর খাদেমের ছেলের ছুরিকাঘাতে তালিম মল্লিক (২২) নামের এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। 

তালিম মল্লিক সদর উপজেলার  শিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের একমাত্র ছেলে। তিনি বাগেরহাট টেক্সটাইল ভকেশনাল থেকে এ বছর আগে এসএসসি পাশ করেন।

প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী জানান, এদিন সন্ধ্যা রাতে খানজাহান আলী মাজার প্রাঙ্গণে তালিম মল্লিক (২২) ও মাজারের খাদেম বাবু ফকিরের ছেলে রাজা ফকিরের মধ্যে বাকবিতন্ডা হওয়ার এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরি মারে রাজা। এ সময়ে এলাকাবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তালিম মল্লিককে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুই যুবকের বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরির মারার ঘটনা ঘটে। রাত ৮টার দিকে গুরুতর আহত যুবক তালিম মল্লিককে হাসপাতালের নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামি আটকের জন্য এলাকায় অভিযান শুরু করা হয়েছে বলে ওসি জানান। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর