১৮ অক্টোবর, ২০১৯ ২০:৫৭

নাটোরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

নাটোর প্রতিনিধি

নাটোরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

নাটোরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। "অসাম্প্রদায়িক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত সমঅধিকারভিত্তিক রাষ্ট্র চাই" এই স্লোগানকে সামনে নিয়ে শুক্রবার নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মিলনায়তনে এর উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান। 

ঐক্য  পরিষদের নাটোর জেলা কমিটির আহ্বায়ক শ্রী চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস কুমার পাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জেলা পূজা উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, নাটোর জয়কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুশান্ত ঘোষ, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নাসির উদ্দিন। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি চিত্ত রঞ্জন সাহাকে সভাপতি এবং সুব্রত সরকারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা কমিটি ঘোষণা করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর