বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌরশহরের উত্তরসাহা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে বিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের শ্রীরামপুরপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে ও আওয়ামী স্বেচ্ছাসবকলীগের শেরপুর পৌর কমিটির সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম (৩৬) ও পাশের নয়াপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে স্বেচ্ছাসেবকলীগের কর্মী মো. শাহানুর আলম রাসেল (৩৫)।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে শহরের উত্তরসাহা পাড়া এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করছিলেন এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে তাদের আটক করা হয়। পরে তরিকুলের শরীর তল্লাশি করে আট পিস ও তার সহযোগী রাসেলের শরীর তল্লাশি করে ১২ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন