১৮ অক্টোবর, ২০১৯ ২১:২৭

টাঙ্গাইলে দর্শন ও কাঠামো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে দর্শন ও কাঠামো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে 'ইসলামী বিশ্ববিদ্যালয়: দর্শন ও কাঠামো' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

মওলানা ভাসানী ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করেন। সেমিনারটি উদ্বোধন করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। 

সেমিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. আবুল কাসেম ফজলুল হক। সেমিনারে আলোচকবৃন্দ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড.মাহবুব বোরহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেটারিয়াল সায়েন্স এর চেয়ারম্যান প্রফেসর ড. জিএম শফিউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে শিক্ষক ড. আনিসুর রহমান আনিস, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাড. খান মোহাম্মদ খালেদ, প্রমুখ। 

সেমিনারে বক্তারা মাওলানা ভাসানীর জিবনাদর্শ নিয়ে নানাবিদ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হাক সানু।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর